Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহাথিরকেই নেতৃত্বে দেখতে চান তরুণরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মাহাথির মোহাম্মদের পদত্যাগ নিয়ে টালমাটাল এখন মালয়েশিয়ার রাজনীতি। বর্তমানে দেশের সর্বোচ্চ নেতা রাজার আদেশে তিনি এখন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তীকালীন হলেও তিনি প্রধানমন্ত্রীর প‚র্ণ ক্ষমতা ব্যবহার করতে পারবেন। মাহাথিরের পদত্যাগ দিয়ে প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে তার দল পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার (মালয়েশিয়া ইউনাইটেড ইন্ডিজিনাস পার্টি) যুব শাখা আরমাদা বারসাতু। তারা মাহাথিরকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চান বলে জানিয়েছেন। মাহাথিরের প্রতিষ্ঠিত দলের যুব শাখা আরমাদা বারসাতুর নেতা সৈয়দ সাদিক সৈয়দ আব্দুল রহমান বলেন, দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রী পদে আমাদের দলের সবাই মাহাথিরকে সমর্থন দিতে সম্মত হয়েছে। আমরা মালয়েশিয়ার ঐক্য চাই কিন্তু যেসব চোর ও প্রতারক জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে মালয় ভাবমর্যাদা ক্ষুণœ করেছিল তাদের সাথে কোনো আপোষ করবো না। দ্বিতীয় মেয়াদে সরকারের গঠনের দুই বছর পর গত সোমবার দলের চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির। তবে তার পদত্যাগের ঘোষণা প্রত্যাখ্যান করেছে তার দল বারসাতু। দলের ঊর্ধ্বতন নেতাদের কারণে তিনি পদত্যাগ করেন বলে গুঞ্জন রয়েছে। এদিকে, মালয়েশিয়ায় নতুন নির্বাচনের খবর নাকচ করে দিয়েছে দেশটির প্যাট্রিয়ট অ্যাসোসিয়েশন। এতে প্রচুর খরচ হবে এবং দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তি দিয়েছে তারা। মালয়মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহাথির

২০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ