Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যানজট নিরসনে চাই গণসচেতনতা

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সড়কপথে প্রয়োজনের তুলনায় অধিক যানবাহন চলাচলে সৃষ্ট সমস্যাকে যানজট বলে। যানজট বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান দুটি কারণ হচ্ছে, অবৈধভাবে রাস্তা দখল ও ট্রাফিক আইন অমান্য করা। একটি ম্যাগাসিটিতে শহরের প্রায় ২৫ শতাংশ রাস্তা থাকতে হয়; কিন্তু ঢাকাতে এখন মাত্র ৮ শতাংশ রাস্তা রয়েছে। প্রকৃতপক্ষে রাস্তা খুব প্রশস্ত; কিন্তু বিভিন্ন কারণে রাস্তা বøক হয়ে সংকুচিত হয়ে গেছে। পাশাপাশি রাস্তার ওপর দিয়ে যানবাহন চলাচল করতে অনেক হিমশিম খেতে হচ্ছে। যানবাহন অধিক সময় ধরে একস্থানে দাঁড়িয়ে থাকে। আবার দেখা যায়, রাস্তার ওপর দখলদাররা দোকান, বাজার চালু করে দখল করে আছে। অনেক জায়গায় দেখা যায়, লোকজন রাস্তার ওপর দিয়ে ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে বসবাস করছে। ময়লার পাত্র, ডাস্টবিন, যত্রতত্র গাড়ির পার্কিং দেখা যায়। এসব কিছু যানজট হওয়ার পেছনে দায়ী। এ ছাড়া চালকদের অসচেতনতা, শহরমুখী মানুষের ¯্র্েরাত, অপ্রশস্ত রাস্তা প্রভৃতি বিষয়ও যানজট হওয়ার জন্য দায়ী। যানজটে প্রায় দেড় কোটি নগরবাসীর জীবন থেকে গড়ে এক লাখ ঘণ্টা কেড়ে নিচ্ছে। যানজটে পড়ে শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুল-কলেজে যেতে পারছে না। অফিস যাত্রীরাও ঠিক সময়ে অফিসে যেতে পারছে না। অনেক সময় রোগীর গাড়ি যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকে। রাস্তাতে অনেক মুমূর্ষু রোগী মারা যায়। আমরা যদি সচেতনতার সঙ্গে রাস্তায় চলাচল করি, তাহলে যানজট নিরসন করা সম্ভব।
মকবুল হামিদ
চাঁদপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন