প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আবারো কাজে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। প্রায় এক বছর পর চয়নিকা চৌধুরীর ‘শেষ বিকেলের আলো’ দিয়ে তার নাটকে ফেরা।
তমালিকা বলেন, ‘গল্পটি অনেক সুন্দর। নারী দিবসের একটি নাটক। এই নাটকের মধ্য দিয়ে এক বছর পর আবারও অভিনয় করলাম।’
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘সবাই খুবই প্রফেশনাল আর্টিস্ট। তারা তাদের সেরাটাই দিয়েছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
খালেদা আহমেদ বেগমের গল্প ভাবনায় ‘শেষ বিকেলের আলো’র চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন ফারিয়া হোসেন। এরই মধ্যে শেষ হয়েছে এর শুটিং।
নাটকে তমালিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, মিলি বাসার, আজম খান, শিশুশিল্পী পুস্পিতাসহ অনেকে।
নির্মাতা জানান, নারী দিবসে আগামী ৮ মার্চ ‘শেষ বিকেলের আলো’ প্রচার হবে আরটিভিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।