Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋতুবর্তী নারীদের খাবারে মধ্যাহ্ন ভোজ সারলেন দিল্লির মুখ্যমন্ত্রীসহ ৩০০ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১২ পিএম

ঋতুবর্তী যে সব নারী স্বামীর জন্য রান্না করেন, তারা পরজন্মে কুকুর হয়ে জন্মাবেন। পাশাপাশি যে সব স্বামী ঋতুবর্তী স্ত্রীর রান্না করা খাবার খাবেন, তিনি পরজন্মে ষাঁড় হবেন। সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতের ধর্মগুরু স্বামী কৃষ্ণরূপ দাসজী। আর এর প্রতিবাদের এবার ঋতুবর্তী নারীদের নিয়ে রান্নার আয়োজন করলো দিল্লিভিত্তিক একটি এনজিও সংস্থা। আর এই রান্নার আয়োজনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। পরে ঋতুবর্তী নারীদের খাবার দিয়ে মধ্যাহ্ন ভোজও সারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সাচ্চি সাহেলি নামের এনজিও সংস্থাটির উদ্যোগে ঋতুবর্তী ২৮ জন নারী রান্না উৎসবে অংশ নেন। আর তাদের রান্না করা খাবার খান প্রায় ৩০০ মানুষ । রান্নার সময় নারীরা সাদা এপ্রোন পড়ে রান্না করেন। যেখানে লেখা ছিল, ঋতুবর্তী হয়ে আমি গর্বিত।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, আধুনিক বিজ্ঞানের যুগে ঋতুবর্তী নারীদের পবিত্র অথবা অপবিত্র বলার কিছু নেই। এটি প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ