গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে একটায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুই নারী দুর্ঘটনার শিকার হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে একজনের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম লেখা দুলদানা আক্তার কচি। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরটরি কর্মকর্তা।
দুর্ঘটনার শিকার ওই মোটরসাইকেলের পেছনে ‘প্রেস’ লেখা স্টিকার লাগানো ছিল। তবে তারা কোনো সংবাদকর্মী নন বলে জানা গেছে।
এ দিকে ডেমরা এলাকায় রাতে আলাদা আরেক দুর্ঘটনায়মোটরসাইকেলের এক আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতের লাশ ও আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।