Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেদের ছাড়িয়ে যাওয়া লিভারপুল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের গড়া রেকর্ড ভেঙে শিরোপার আরও কাছে চলে এসেছে লিভারপুল। অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে রেডরা। ঘরের মাঠে টানা ২১টি জয় তুলে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ইংলিশ লিগে ঘরের মাঠে টানা এতগুলো ম্যাচ জিতে নিজেদের গড়া আগের রেকর্ডই ভেঙে ফেলেছে দলটি। সেই রেকর্ডটি তারা করেছিল ১৯৭২ সালে।

শিরোপা প্রত্যাশী হওয়ায় লিভারপুলকে আর কে ঠেকায়? এমনটা ভাবলে যে বিপদ, তা ম্যাচের গতিপ্রকৃতির দিকে তাকালেই বোঝা যাবে। ম্যাচের ৯ মিনিটে লিভারপুল এগিয়ে যাওয়ায় সব কিছু স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে বলে মনে হচ্ছিল। শুরুর গোলটি করেছেন জর্জিনিয়ো ভিনালদাম। কিন্তু তিন মিনিট বাদেই ওয়েস্টহাম সমতা ফিরিয়ে জানিয়ে দেয় পথটা সহজ নয়! ইসা ডিওপের হেডে দ্রæত সমতা ফেরায় তারা। পরিস্থিতি আরও বেগতিক হয়ে দাঁড়ায় ৫৪ মিনিটে ওয়েস্ট হাম স্কোর ২-১ করলে। পাবলো ফর্নালস গোল করলে এগিয়ে যায় তারা।

লিভারপুলও হাল ছেড়ে দেওয়ার দল নয়। আক্রমণে ধার বাড়িয়ে আদায় করে নেয় দুই গোল। ৬৮ মিনিটে মোহামেড সালাহর গোলে মেলে সমতা। ৮১ মিনিটে জয়স‚চক গোলটি করেন সাদিও মানে।

এই ম্যাচ জেতায় ২৭ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে ২২ পয়েন্ট এগিয়ে তারা। এখন ১১ ম্যাচে আর ১২ পয়েন্ট পেলেই দীর্ঘ অপেক্ষার শিরোপা ঘরে তুলবে তারা। সবচেয়ে দ্রæত হবে আর ৪টি ম্যাচ জিতলে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ