Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন কলকাতার দেব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪১ পিএম

বাংলাদেশে দেব অভিনীত ‘পাসওয়র্ড’ মুক্তির পরই ঠিক করেছিলেন, ওপার বাংলায় একটি ছবি করবেন, কারণ বাংলাদেশে তার ভক্তের সংখ্যা কম নয়। সেই ছবি এখন চূড়ান্ত। নাম ‘মিশন সিক্সটিন’। পরিচালক শামিম আহমেদ।

সন্ত্রাসবাদ দমনে সরকারের একটি ফোর্স অভিযান চালায়, তা নিয়েই ছবির গল্প। দেবকে এখানেও অ্যাকশন অবতারেই দেখা যাবে।

এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা হচ্ছেন জাহারা মিতু। এর আগে শাকিব খানের সঙ্গেও ছবি করেছেন এ নায়িকা। ছবিতে তিনিও দেবের সঙ্গে সন্ত্রাস দমনের কর্মকাণ্ডে সমান ভাবে জড়িত। ছবিতে দেবের নাম রাজ, মিতুর নাম ঐশী।

দুই বাংলার একাধিক শিল্পী থাকছেন ছবিতে। টলিউড থেকে রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত রয়েছেন। মার্চ মাসের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার কথা।

বর্তমানে দেবের হাতে রয়েছে ‘গোলন্দাজ’ শিরোনামের একটি ছবি। এ ছবির শুটিং শেষ করে দেব ‘মিশন সিক্সটিন’ করবেন।

এছাড়াও দেবের হাতে রয়েছে ‘কিশমিশ’ও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ