Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পবিরোধী বিক্ষোভ কলকাতায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদ জানিয়ে কলকাতায় বিক্ষোভ করেছে বামপন্থী সংগঠনগুলো। ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি বিক্ষোভ মিছিল থেকে ট্রাম্পবিরোধী শ্লোগান দেওয়া হয়েছে। সোমবার ভারতীয় সময় দুপুর ১১টা ৪০ মিনিটে গুজরাটের আহমেদাবাদে অবতরণ করে ট্রাম্প তার সফরসঙ্গীদের নিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে যান। পরে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গুজরাটের মোতেরা স্টেডিয়ামে উপস্থিত হন। সেখান থেকে আগ্রার তাজমহল সস্ত্রীক পরিদর্শনসহ বেশ কয়েকটি কর্মস‚চিতে অংশ নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিল্লি পৌঁছান তিনি। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদে সোমবার বামপন্থী শ্রমিক সংগঠন ও ছাত্র সংগঠনগুলোর ডাকে ধর্মতলা থেকে সম্মিলিত প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল। যদিও দক্ষিণ কলকাতার মার্কিন দ‚তাবাসের অনেক আগে, ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে সেই মিছিল আটকে দেয় পুলিশ। এই মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সিপিআইএম নেতা স‚র্যকান্ত মিশ্র ও মহম্মদ সেলিমকে। মিছিল থেকে ট্রাম্পকে স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে সরকারের গৃহীত নীতির-বিরুদ্ধে সেøাগান তোলা হয়েছে। এদিকে পৃথক একটা প্রতিবাদ মিছিল বের করেছিল বাম ছাত্র সংগঠনগুলো। ধর্মতলার লেনিন ম‚র্তির পাদদেশ থেকে এই মিছিলের গন্তব্য ছিল মার্কিন দ‚তাবাস। কিন্তু আর্ট কলেজের সামনে সেই মিছিল আটকে দেয় পুলিশ। যদিও এই প্রতিবাদ মিছিল থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। অপরদিকে ধর্মতলা চত্বরে ট্রাম্পের কাটআউটে অগ্নি-সংযোগ করে প্রতিবাদ দেখায় অপর একটি বামপন্থী সংগঠন এসইউসিআই। এবিপি,এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ