Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছর পর পলাশের নতুন গান চোখের জল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

তিন দশকের সংগীত ক্যারিয়ারে দুই শতাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী পলাশের। এর মধ্যে একক অ্যালবামের সংখ্যা ৩০-এর বেশি। তার প্লেব্যাকে গেয়েছেন এক হাজারের মতো গান। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে ব্যক্তিগত বিভিন্ন কারণে সঙ্গীতে তিনি অনিয়মিত হয়ে পড়েন। এসব কারণ সমাধা করে এক বছর পর নতুন গান আর ভিডিও প্রকাশ করছেন তিনি। গানটির নাম ‘চোখের জল’। এটি লিখেছেন এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ইতোমধ্যে গানটির ভিডিও নির্মাণ শেষ। এতে মডেল হিসেবেও অভিনয় করেছেন পলাশ। ভিডিও নির্মাণ করেছেন অভিক। ২৭ ফেব্রæয়ারি সাউন্ডটেক-এর ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে। পলাশ বলেন, এক বছর পর নতুন গান প্রকাশিত হচ্ছে। অথচ একটা সময় এক মাস পরপর নতুন অ্যালবাম প্রকাশ হতো আমার। গানের বাজারে এখন আর সেই দিন নেই। এ কারণেই নতুন গান করতে সময় নিচ্ছি। অপেক্ষায় থাকি ভালো কথা আর সুরের। এক বছর অপেক্ষার পর সেই কথা-সুর পেলাম বলেই গানটি করা। আশা করছি, সবার ভালো লাগবে। উল্লেখ্য, নব্বই দশকে অরবিট নামের ব্যান্ডদল গড়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন পলাশ। এরপর আধুনিক, ফোক, হারানো দিনের গান, রিমিক্স, র‌্যাপ গানসহ সংগীতের বেশিরভাগ ক্ষেত্রে ছিল তার সফল পদচারণা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংগীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ