মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্যেই দিল্লিসহ কয়েকটি রাজ্যে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ট্রাম্পের ভারত সফরের প্রথম দিনেই দিল্লির রাজপথে বিেেক্ষাভে নামে হাজার হাজার ভারতীয় নাগরিক। এ সময় পাথর নিক্ষেপ, যানবাহন এবং দোকানে অগ্নিসংযোগের মত ঘটনা ঘটে।
নাগরিকত্ব আইনের বাতিলের দাবিতে বিক্ষোভকারীদের ঠেকাতে সরকার আধা সামরিক বাহিনী মোতায়েন করে। এছাড়া সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে।
তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা দাবি করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সামগ্রিক পরিস্থিতির প্রতি নজর রাখা হচ্ছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, চাঁদবাগে নিহত হন পুলিশের হেড কনস্টেবল রতন লাল। করদমপুরিতেও এক নাগরিক নিহত হয়েছেন। পুলিশ কনস্টেবলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভারতে এসে অবতরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের ভারত সফর ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সফরের প্রথমদিন সকালে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে গুজরাটে পৌঁছান প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প প্রায় এক লাখ জমায়েতের সামনে ভাষণ দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবসময়ই ভারতের বিশ্বস্ত বন্ধু থাকবে আমেরিকা। আমার বন্ধু মোদিকে ধন্যবাদ জানাই। তিনি একজন মহৎ ব্যক্তি। তিনি একজন দারুণ বক্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।