Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দামেস্ক ও গাজায় ইসরাইলি হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

 সিরিয়ার রাজধানী দামেস্ক এবং ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে দামেস্কে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখার কমপক্ষে দু’জন যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার ইসলামিক জিহাদের এই শাখা থেকে বলা হয়েছে, রোববার রাতে ইহুদি রাষ্ট্র দামেস্কে বোমা হামলা করেছে। এতে তাদের গ্রুপের দু’জন সদস্য নিহত হয়েছেন। এর আগে ইসরাইল বলেছে, গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাবে তারা দামেস্কের দক্ষিণে হামলা চালিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কের বাইরে আদেলিয়া অঞ্চলে ইসলামিক জিহাদের একটি কম্পাউন্ডে হামলা হয়েছে। একই সঙ্গে গাজায় বেশ কয়েকটি হামলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। খবরে বলা হয়, ইসরাইল দাবি করেছে, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ করার পর তারা দামেস্কর দক্ষিণাঞ্চলে হামলা চালায়। গাজা ও দামেস্কতে হামলার কথা নিশ্চিত করে দেশটি জানায়, দামেস্কর আদেলিয়াহ অঞ্চলে ইসলামিক জিহাদের একটি স্থাপনায় হামলা চালানো হয়। সিরিয়া সংগঠনটির কর্মকান্ড পরিচালনার জন্য এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ফিলিস্তিনি ভূখন্ড ও সিরিয়ায় সক্রিয় ইসলামিক জিহাদ। রবিবার তারা ইসরাইলি ভূখন্ড লক্ষ্য করে ২০টিরও বেশি রকেট ছুড়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা হয়েছে। সিরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রু দের সবগুলোর ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। কোনও বিমানবন্দরে আঘাত করেনি। আল-জাজিরা, সানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ