জয়পুরহাটের কালাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে আসলাম ফকির (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে কালাই থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক এ তথ্য জানান।
এর আগে গতকাল রোববার দিনগত রাতে উপজেলার শাইলগুন কুশার পুকুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আসলাম ওই গ্রামের কছিম উদ্দীন ফকিরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শাইলগুন কুশার পুকুর গুচ্ছগ্রামের খনন করা একটি পুকুরে ৬ বছরের একটি কন্যা শিশু খেলা করছিল। সেসময় আসলাম তাকে ধর্ষণ করে। পরে শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানালে বিকেলে তার বাবা বাদী হয়ে কালাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওসি আব্দুল মালেক জানান, ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত কিশোর আসলামকে দিনগত রাতে গ্রেফতার করা হয়েছে। তার জবানবন্দি নেওয়ার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে অথবা শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।