বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে হাঁপানি রোগে দীর্ঘদিন ভোগে মানসিক যন্ত্রানা সইতে না পেরে ময়না বেগম (৮০) নামে এক নারী নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকার রমিজ ভান্ডারীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ওই নারী নিজ ভাড়া বাড়ির বাথরুমে প্রবেশ করে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পরিবারের সদস্যরা বাথরুম থেকে আগুনে পোড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই দাফনের ব্যবস্থা করেন। পরে স্থানীয়রা ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের সাথে কথা বলেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেয়ে সে দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছিলেন। প্রচন্ড শ্বাসকষ্ট সহ্য করতে না পেরে মানষিকভাবে বিপর্যস্ত হয়েই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা বিধায় মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।