বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের সীমান্তবর্তী চৌগাছা থানায় ঢুকলেই পুলিশ লোকজনকে চকলেট দিয়ে আপ্যায়ন করছে। গত কয়েকদিনের ব্যবধানে চিরচেনা থানার চিত্র আমুল বদলে গেছে। পুলিশের সেবা নিতে যাওয়া লোকজন থানায় ঢোকামাত্র শুভেচ্ছা স্বরুপ একটি চকলেট হাতে দিয়ে তাদের অভিযোগ শুনছেন এবং লিপিবদ্ধ করে দ্রæত ব্যবস্থা নিচ্ছেন।
চৌগাছার আজমত আলী বললেন, এখন আর আগের থানা নেই। থানায় মামলা,অভিযোগ বা সাধারণ ডায়েরি করতে যাওয়া লোকজনকে কোনরূপ হয়রানী হতে হয় না। বরং চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। থানার পুলিশ কর্মকর্তারা জানালেন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম যশোর জেলায় যোগদানের পর থেকে থানায় এই সেবা চালু হয়েছে।
সূত্র জানায়, শুধু চৌগাছায় নয়, পর্যায়ক্রমে এসপি’র নির্দেশে পুলিশের সব ইউনিটে এ ধরণের সেবা চালু হবে। এছাড়া পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশনায় চৌগাছা থানা চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম এর নাম ও মোবাইল নম্বরসম্বলিত একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। থানায় যাওয়া কেউ পুলিশের আচরণে কানরকম ক্ষুব্ধ হলে সরাসরি ওই নম্বরে কল করার জন্য আহবান জানানো হয়েছে সাইনবোর্ডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।