যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আরব আমিরাতে এক বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গত শুক্রবার দেশটির গালফ নিউজ এ তথ্য জানায়। এতে বলা হয়, শুক্রবার নতুন করে করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত দু’ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ৩৯ বছর বয়সী বাংলাদেশি, অপরজন ৩৪ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক।
আরব আমিরাতের স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন দু’ রোগীসহ আমিরাতে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। অপর ৮ জনকে বিশেষভাবে চিকিৎসা দেয়ার পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের ভাইরাসের পরিমাণ স্থিতিশীল থাকায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানানো হয়। করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির নাম ও পরিচয় উল্লেখ করা হয়নি।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।