Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সিদ্ধান্ত মেনেছে সুন্নি ওয়াকফ বোর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সরকারের দেয়া ৫ একর জমি গ্রহণ করেছে ভারতের উত্তর প্রদেশ সুন্নী ওয়াকফ বোর্ড। ওই জমিতে কি করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি তারা বৈঠকে বসছে। বোর্ডের স‚ত্রগুলো বলেছেন, তারা ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তারা বলেছেন, এই নির্দেশ প্রত্যাখ্যান করার মতো স্বাধীনতা তাদের নেই। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারত সরকার এই বোর্ডকে ৫ একর জমি বরাদ্দ করেছে। তা নিয়ে কি করা হবে একেক জন সে বিষয়ে এক এক রকম ধারণা দিয়েছেন। কেউ বলেছেন, সেখানে স্কুল নির্মাণ করা উচিত। কেউ বলেছেন, হাসপাতাল নির্মাণ করা উচিত। একটি স‚ত্র বলেছেন, আমাদেরকে ৫ একর জমি দেয়া হয়েছে। এতে অনেক কিছুই করা যেতে পারে। কিন্তু কি করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে মিটিংয়ে। তবে সুন্নী ওয়াকফ বোর্ড সেখানে একটি মসজিদ নির্মাণের জন্য ট্রাস্ট গঠনের ঘোষণা দিতে পারে। উল্লেখ্য, ৯ই নভেম্বর অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ নিয়ে বহুল বিতর্কিত একটি মামলার রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়া হয় সুন্নী ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় পছন্দমতো স্থানে ৫ একর জমি বরাদ্দ করতে, যাতে সেখানে মুসলিমরা মসজিদ নির্মাণ করতে পারেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ