Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতের কাশ্মীরে রাতভর সংঘর্ষ, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৪৯ পিএম

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে পড়ছে কাশ্মীর পরিস্থিতি। এ ঘটনায় নিহত ব্যক্তিরা জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করছে ভারতের প্রশাসন।

ভারতীয় প্রশাসন সূত্র বলছে, শুক্রবার রাতে ওই এনকাউন্টার হয়েছে। ওই সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর কেউ হতাহত হননি।
প্রশাসনের দাবি, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারা এলাকার সংগামে কয়েকজন সন্ত্রাসবাদীর আত্মগোপন করে থাকার খবর গোপন সূত্রে পায় নিরাপত্তাবাহিনী। চারদিক ঘিরে ফেলে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়। সন্ত্রাসবাদীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরাও। বাহিনীর গুলিতে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, মৃত দুই সন্ত্রাসবাদী লস্কর-ই-তৈয়বার সদস্য। তাদের কাছ থেকে একটি একে-৪৭ সহ আরও একটি পিস্তল ও বেশ কিছুটা কার্তুজ পাওয়া গেছে। আরও কেউ লুকিয়ে আছে কিনা, তা জানতে এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।



 

Show all comments
  • gil ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৯:২৫ পিএম says : 0
    ভারত ভুয়া খবর দিছছে।বাস্তবে ওদের সৈন্যরা বেশি মরে।ওরা খবর গোপন করে।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মহিউদ্দিন শাহিন ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৫৩ পিএম says : 0
    ভারত একটি ফালতু দেশ সত্যিকার অর্থে সঠিক খবর এরা প্রকাশ করে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ