Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল জয়ার রবিবার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৩:১০ পিএম

জটিলতা কাটিয়ে অবশেষে আমদানি ছবি হিসেবে বাংলাদেশে মুক্তির অনুমতি পেল কলকাতার ছবি ‘রবিবার’। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রবিবার'র পরিবর্তে কলকাতায় মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ছবি ‘আবার বসন্ত’।

অনন্য মামুন জানান, ‘তথ্য মন্ত্রণালয় থেকে মুক্তির অনুমতি পাওয়ার পর ছবিটি আমরা সেন্সর বোর্ডে জমা দেই। বোর্ড থেকে আজ সনদ হাতে পেয়েছি।’

মুক্তির বিষয়ে তিনি বলেন, ‌‘সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে ছবিটি মুক্তি দেয়া হবে।'

কলকাতার ‘রবিবার’ ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান ও টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ। ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অতনু ঘোষ।

এতে ছবিতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর চরিত্রে আর জয়াকে দেখা যাবে সায়নীর ভূমিকায়। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্পে নির্মিত ছবিটিতে আছে আবেগ ও থ্রিলারের মিশ্রন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ