Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর বিরোধের টেকসই-স্থায়ী সমাধান প্রয়োজন : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার অধিকৃত কাশ্মীরে ভারতের মানবতাবিরোধী অপরাধ গুরুত্বের সঙ্গে তুলে ধরতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য জম্মু ও কাশ্মীর বিরোধের একটি ন্যায্য ও স্থায়ী সমাধান প্রয়োজন। ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক দলের এমপিদের একটি গ্রুপ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ মন্তব্য করেন। দলটির নেতৃত্ব দেন কাশ্মীর বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান ডেব্বি আব্রাহামস। প্রধানমন্ত্রী ইমরান ব্রিটিশ প্রতিনিধি দলকে ভারত অধিকৃত কাশ্মীরের করুণ মানবাধিকার ও মানবিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। গত বছর আগস্টে মুসলিম সংখ্যাগুরু রাজ্যটির বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর পরিস্থিতির আরো অবনতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইমরান বলেন যে, গত ছয় মাস ধরে ৮০ লাখ কাশ্মীরি সামরিক অবরোধের মধ্যে রয়েছে। কাশ্মীরি জগণের ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের সংগ্রামে পাকিস্তান সমর্থন দিয়ে যাবে বলে আবারো উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডন, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ