Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘বিশেষ সুযোগে’ বার্সায় ব্রাথওয়েট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৫৪ পিএম

বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়ে ছয় মাসের জন্য ছিটকে দল থেকে। তার এই ছিটকে যাওয়ায় দলবদলের নির্ধারিত সময়সীমার বাইরে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জরুরি ভিত্তিতে খেলোয়াড় কেনার সুযোগ দেয় লা লিগা কর্তৃপক্ষ। আর এই সুযোগ কাজে লাগিয়ে লেগানেস থেকে ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ২৮ বছর বয়সী এই ড্যানিশকে পেতে তার রিলিজ ক্লজের পুরো ১৮ মিলিয়ন ইউরো খরচ হয়েছে বলে বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে জানায় বার্সা। নতুন ক্লাবের সঙ্গে ব্রাথওয়েটের চুক্তির মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো। চলতি মৌসুমে অবনমনের শঙ্কায় থাকা লেগানেসের হয়ে ২৪ ম্যাচে ছয় গোল করেছেন ব্রাথওয়েট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ