মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানান, জানুয়ারি পর্যন্ত হিসাবে কেন্দ্রের কাছ থেকে বকয়ো বাবদ ৫০ হাজার কোটি রুপি পাওনা হয়েছে রাজ্যের।
কেন্দ্রীয় তহবিল থেকে আসা অর্থ সাহায্যের পরিমাণ ক্রমশ কমছে বলে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেন মমতা। পাশাপাশি সেই অর্থও পেতে অনেক দেরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মমতা লেখেন, ‘আমি আপনাকে লিখছি কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যকে সাহায্যের পরিমাণ হ্রাস এবং বরাদ্দ অর্থের প্রাপ্তিতেও অত্যধিক দেরির বিষয়ে উদ্বিগ্ন হয়ে।’
এই অস্বাভাবিক পরিস্থিতি রাজ্যের উন্নয়নের বাধার কারণ হয়ে উঠছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও লেখেন, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপির হার ৫ শতাংশ হলেও পশ্চিমবঙ্গ রাজ্যের জিএসডিপি ১০.৪ শতাংশ। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।