Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের বিরুদ্ধে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ৮:০৮ পিএম

বুধবার ভারতের উত্তরপ্রদেশে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে ভাদোহি জেলার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠি সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। -সূত্র: ইন্ডিয়া টুডে
জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, ২০১৭ সালে বিজেপি বিধায়ক ও তার ছয় সহযোগী একটি হোটেলে তাকে আটকে রেখে টানা একমাস যাবত ধর্ষণ করেছিলেন। দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করাতে বাধ্য হন তিনি।
পুলিশ সুপার রামবদন সিংহ জানিয়েছেন, বিচারকের সামনে ওই নারীর বয়ান লিপিবদ্ধ করা হবে। তারপর এই মামলায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
তবে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠি এই অভিযোগ অস্বীকার করে বলছেন, তার সুনাম নষ্ট করার জন্য ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, ‘এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তবে আমি ও আমার পরিবারের সদস্যরা ফাঁসিতেও ঝুলতে রাজি আছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ