Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবল কোচ জেমি ফিরছেন বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৬:২১ পিএম

ঢাকায় গত মাসে সমাপ্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ব্যর্থ হয়ে ছুটি কাটাতে লন্ডন গিয়েছিলেন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে। জাতির জনকের নামে টুর্নামেন্টের ষষ্ঠ আসরে ফাইনালে খেলার লক্ষ্য থাকলেও ২৩ জানুয়ারি সেমিফাইনালে বুরুন্ডির বিপক্ষে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ওই হারের পরই ছুটিতে যান জেমি। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণ মাঠে গড়ানোর আগেই ঢাকায় ফেরার কথা ছিল জেমি’র। এসেই বিপিএলের খেলা দেখার কথা। সেই হিসেবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই আসার কথা থাকলেও ভাইরাস জ্বরে আক্রান্ত এবং বাংলাদেশের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ঢাকায় ফিরতে বিলম্ব হয়েছে ব্রিটিশ কোচের। নতুন ভিসা নিয়ে ঢাকায় আসছেন জেমি। ইতোমধ্যে ১৩ ফেব্রæয়ারি মাঠে গড়িয়েছে বিপিএল। তিনি এসে লিগের তৃতীয় রাউন্ড থেকে খেলা দেখা শুরু করবেন। বুধবার লন্ডন ছাড়ার আগে জেমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান,‘আমি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছি। বৃহস্পতিবার সকালে এসে পৌঁছাবো।’

কাতার বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২৬ মার্চ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে ১৫ মার্চ জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন জেমি। তার আগে বিপিএলের ম্যাচ দেখে ফুটবলারদের পারফরম্যান্স পরখ করবেন। তার কথায়,‘আমি ঢাকায় ফিরে বিপিএলের ম্যাচ দেখবো। যদি ব্যতিক্রম কেউ আমার চোখে পড়ে তাকে ডাকবো।’

আফগানিস্তান ম্যাচ সিলেটে হবে বলে জেমি সেখানে ক’দিন ক্যাম্প করতে চান। তিনি বলেন,‘আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বলেছি- যদি সিলেটে অনুশীলনের যথাযথ সুযোগ-সুবিধা থাকে তাহলে সেখানেই ম্যাচের আগে ক্যাম্প করতে। দেখি কি করে তারা।’ এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ম্যাচ যেহেতু সিলেটে তাই আমরা সেখানেই ক্যাম্প করতে চাই। সিলেটে অনুশীলনের ভালো সুযোগ-সুবিধা আছে। জেমি বৃহস্পতিবার সকালে আসছেন। তিনি যেভাবে চাইবেন সেভাবেই হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ