Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের ৪০ কুস্তিগিরদের ভিসা বাতিল করল ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০৩ পিএম

করোনাভাইরাস আতঙ্কে চীনের কুস্তিগিরদের ভিসা বাতিল করে দিল ভারত। গতকাল মঙ্গলবার নয়াদিল্লীতে শুরু হয়েছে ‘এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ’। ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ৪০ সদস্যের একটি চীনা দলের অংশ নেওয়ার কথা ছিল। চীনে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আগেই ভারতীয় কুস্তি ফেডারেশনকে লিখিত বার্তা পাঠিয়েছিল চীনের কুস্তি ফেডারেশন (সিডব্লিএ)। ওই লিখিত বার্তায় সিডব্লিএ জানিয়েছিল, ৩০ জন কুস্তিগির ও বাকি ১০ জন সাপোর্ট স্টাফকে সংক্রমণ থেকে দূরে রাখতে আলাদা রাখা হয়েছে। তারা করোনাভাইরাসে সংক্রমিত হননি। তবে, এই বার্তা উপেক্ষা করে স্বাস্থ্যগত ঝুঁকির কারণ দেখিয়ে চীনা দলটির ভিসা প্রত্যাহার করেছে ভারত।

ভারতীয় কুস্তি ফেডারেশনের সহকারী সচিব বিনোদ তোমার বলেন, ‘ওরা (চীনের কুস্তিগির) আসছে না। করোনাভাইরাস মহামারি হয়ে ছড়িয়ে পড়ার কারণে অবশ্যই স্বাস্থ্যগত ঝুঁকি থেকে যায়।’

আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের ওয়েবসাইটে চীনা ফেডারেশনের এক মুখপাত্র এ নিয়ে বলেন, ‘কুস্তিগিররা (ভারতে) যেতে না পারায় অবশ্যই মনোক্ষুণœ হয়েছেন।’
বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস আতঙ্ক। চীনের উহান থেকে এ ভাইরাস ছড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছেন ৭৬ হাজারের বেশি মানুষ। গুজব উঠেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রায় দশ হাজার লাশ গায়েব করে দিয়েছে দেশটি; যদিও চীন অস্বীকার করেছে খবরটা। চীনের বাইরে ২৪টি দেশে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। সাবধানতা থেকেই চীনের নাগরিকদের ই-ভিসা দিচ্ছে না ভারতের সরকার।
ভারতের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানান, ভিসা না দেওয়ার সিদ্ধান্ত বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে। যেহেতু স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। তিনি বলেন, ‘অলিম্পিক সনদ অনুযায়ী আমরা কোনো দেশের নাগরিকের ভিসা দিতে অস্বীকৃতি জানাতে পারি না। খেলাধুলা থেকে রাজনীতিটা আমরা দূরে সরিয়ে রাখার চেষ্টা করি। তবে স্বাস্থ্য কিংবা অন্য কোনো কৌশলগত সমস্যা থাকলে ভিন্ন ব্যবস্থা নিতেই হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ