Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছর শেষে ঢাকায় আট জাতির ফুটবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৫৬ পিএম

ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রি) বেশ কিছুদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ইয়ুথ ক্যাপিট্যাল হিসেবে ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ এপ্রিল উদ্বোধন করবেন ইয়ুথ ক্যাপিটালের। জমকালো আয়োজনে ওআইসির ইয়ুথ ক্যাপিট্যাল ঘোষণাকে উদযাপন করা হবে। মুজিববর্ষকে আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখতেই এই উদযাপন। এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চলতি বছরের শেষ দিকে আয়োজন করবে ৮ জাতির একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ইয়ুথ ক্যাপিট্যাল উদযাপন বলেই টুর্নামেন্টটি হবে অংশগ্রহণকারী দেশগুলোর যুব (অনূর্ধ্ব-১৯) দলকে নিয়ে। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন,‘আগামী নভেম্বর মাসে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের খরচ জানতে ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি বাজেট তৈরি করে দিতে বলা হয়েছে।’ কারা খেলবে এই টুর্নামেন্টে? এমন প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রীর উত্তর,‘ কোন কোন দেশকে আমন্ত্রণ জানানো হবে, তা এখনো ঠিক হয়নি। তবে অবশ্যই দেশগুলোকে ওআইসির সদস্য হতে হবে। আমরা যাদের আমন্ত্রণ জানাবো তারা সবাই যে আসতে পারবে তা তো নয়। কয়েকদিনের মধ্যে একটি সভা করে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’

ইয়ুথ ক্যাপিটাল উদযাপন করতে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে একটি সভাও হয়েছে। ইসলামিক কো-ওপারেশন ইয়ুথ ফোরামের একটি কারিগরি প্রতিনিধি দল যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেনের সভাপতিত্ব এ সভায় মত বিনিময় করে মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ ও দপ্তরসমূহের সদস্যদের সঙ্গে।

সভায় বাফুফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সভা নিয়ে তিনি বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই টুর্নামেন্ট আয়োজন করবে। আমাদের একটি বাজেট তৈরি করে দিতে বলা হয়েছে। আমরা সেভাবেই কাজ করছি। ছেলেদের পাশপাশি মেয়েদের নিয়েও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা যায় কিনা তা নিয়েও আলোচনা করেছি আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ