বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাঘায় দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগে নাসির নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগেরদিন সোমবার ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতিতে কৌশলে নিয়ে এসে বন্ধুর সহয়তায় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর (১৬) সাথে বাঘা উপজেলার উত্তর মিলিকবাঘা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে পলাশ উদ্দিন (২২) নামের এক যুবকের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্কের কারণে কৌশলে তাকে দুড়দুড়িয়া এলাকা থেকে মাইক্রোতে করে তুলে এনে বাঘা মঞ্জু ডায়াগনষ্টিক সেন্টারের নাইট গার্ড নাসির উদ্দিনের সহযোগিতায় রাতে ধর্ষণ করে ওই ডায়াগনষ্টিক সেন্টারে রেখে পালিয়ে যায় পলাশ।
মামলা দায়েরের পর বাঘা মঞ্জু ডায়াবেটিক সেন্টারের নাইট গার্ড নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাসির উদ্দিন উপজেলার উত্তর মিলিকবাঘা গ্রামের মাজেদ আলীর ছেলে। ধর্ষিতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। বাঘা থানার ওসি জানান, মূল আসামীকে গ্রেফতার অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।