রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনার হরিণটানা হোগলাডাঙ্গা এলাকায় অনুষ্ঠিতব্য জেলা ইজতেমার নামে ভ্রান্ত মাওলানা সাদ অনুসারীদের তাবলীগের লেবাসে বিশৃঙ্খলা সৃষ্টি ও ইসলামবিরোধী প্রচারণার শঙ্কায় জমায়েত বন্ধের দাবি জানিয়েছেন খুলনার উলামায়ে কেরাম ও আলমীশুরা সাথীরা। গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
লিখিত বক্তৃতায় মুফতি আব্দুলাহ ইয়াহইয়া বলেন, বারবার আল্লাহর ও তার প্রেরিত রাসূল (সা.) প্রচারিত একমাত্র সত্য দ্বীন ইসলাম, দাওয়াত ও তাবলীগের উপরে নানাভাবে পথভ্রষ্টদের মনগড়া ভ্রান্ত নীতি প্রচারের পায়তারা করছে ইসলামের দুষ্কৃতিকারীরা। খুলনা জেলা ইজতেমার নামে ভ্রান্ত মাওলানা সাদ অনুসারীদের একটি গ্রুপ জমায়েতের পরিকল্পনায় কার্যক্রম পরিচালনা করছে। এটি সহজ-সরল ধর্মপ্রাণ মুসলমানদের পথভ্রষ্ট ও গোমরাহীর পথে ধাবিত করানোর একটি অপপ্রচেষ্টার সুকৌশল মাত্র। তাই দাওয়াত ও তাবলীগের লেবাসে খুলনা জেলা ইজতেমার নামে হরিণটানার হোগলাডাঙ্গায় অনুষ্ঠিতব্য জমায়েত অবিলম্বে বন্ধ করতে খুলনায় সর্বস্তরের ও উলামায়ে কেরাম ও আলমীশুরার তাবলীগী সাথীরা ময়দানে নেমেছে। ইতোমধ্যে ধর্মপ্রতিমন্ত্রী এবং গত ১১ ফেব্রæয়ারি খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও জেলা প্রশাসনের সাথে খুলনার শীর্ষ উলামানের নেতৃত্বে মতবিনিময় করে তাবলীগের দ্বীনি দাওয়াতী কার্যক্রম সুষ্ঠ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে অবিলম্বে খুলনা জেলা ইজতেমার নামে নিয়ে অনুষ্ঠিতব্য জমায়েত অবিলম্বে বন্ধ করার অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুফতি আসাদুল্লাহ, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা আবু মূসা, মাওলানা আবুজার, মাওলানা তাফসির, রাশেদ, আবুল কালাম, আলী আকবরসহ অর্ধশতাধিক উলামায়ে কেরাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।