Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালের ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালের ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত রোববার বিকেলে এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সোনারগাঁওয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদফরের অধীনে প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতাল ভবনটির নির্মাণ করা হচ্ছে। এ সময় রোগীদের সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নতুন একটি অ্যাম্বুলেসের চাবি হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁ উপজেলায় ৪ লাখ লোকের বিপরীতে একটি সরকারি হাসপাতাল রয়েছে। শুধু সোনারগাঁই নয় এ হাসপাতালটিতে মেঘনা ও আড়াইহাজার উপজেলার লোকজনো চিকিৎসা সেবা নেন। যা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হলে এ হাসপাতালটিতে উন্নত মানের চিকিৎসা সেবা চালু করা সম্ভব হবে। তিনি আরও বলেন, তৃতীয় তলা বিশিষ্ট ৫০ শয্যা এ হাসপাতালের ভেতরে জরুরি বিভাগ ও আউটডোর চালু করা হবে। রোগীরা আউটডোর থেকে প্রতিদিন প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সংগ্রহ করতে পারবে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিত্তিপ্রস্তর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ