Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৮ পিএম

নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের দিনাজপুর বাইপাস সড়কে আনুষ্ঠানিকভাবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ অন্যতম নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ।
ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত), সহ-সভাপতি বিওটি এবং সভাপতি সিন্ডিকেট বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এ বি এম শরিফুজ্জামান শাহ্ ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল বিভাগীয় মেডিকেল অফিসার (ডিএমও) ডা. মো. আনিসুল হক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মো. সাইদুল ইসলাম প্রমূখ।
এছাড়া ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে শহরের সুধীজন, শিক্ষানুরাগী,রাজনীতিবিদ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্থানীয় শিক্ষানুরাগী অধ্যাপক ড. এ. বি. এম শরিফুজ্জামান শাহ্ নিজ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করেন। চলতি বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বর্তমানে সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ভাড়ায় নেওয়া একটি ভবনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম চলছে। খুব শিগগিরই শহরের বাইপাস সড়কে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জায়গার ওপর বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিত্তিপ্রস্তর স্থাপন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ