Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাতুল্লাহ জামে মসজিদ নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক। গতকাল বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পূর্বপাড়া এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশে^র দরবারে মাথা উচু করে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশে অনেক বেশি উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে অনেক উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংসের দিকে যায়।

এসময় তিনি আরো বলেন, রংধনু গ্রুপের অর্থায়নে এলাকাবাসীর সুবিধার্থে মসজিদ নির্মাণ করে দেয়া হবে। রংধনু গ্রুপ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ