Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগ্ন উৎসবে মানুষের ঢল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রায় নগ্ন হয়ে অন্তত ১০ হাজার মানুষ জাপানের হাডাকা মাতসুরি উৎসবে যোগদান করেছেন। প্রতিবছর হনশু দ্বীপে দেশটিতে এই উৎসব পালিত হয়। সিএনএনের খবরে বলা হয়েছে, জাপানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার সাইদাইজি কানোনিন টেম্পলে পালন করা হয় এ উৎসব। তবে খবরে বলা হয়েছে, উতসবের নাম নগ্ন হলেও এখানে অংশগ্রহণকারীরা পুরো নগ্ন হন না। তাদের পরনে জাপানি ‘ফান্দোসি’ নামে কাপড় থাকে এবং পায়ে থাকে ‘তাবি’ নামে সাদা একজোড়া মোজা। ব্যাপক ফসল, সমৃদ্ধি এবং উর্বরতা পাওয়ার লক্ষ্যে দেশটির স্থানীয় সময় শনিবার ৩ টা ২০ মিনিট নাগাদ এই অনুষ্ঠান শুরু হয়। উৎসবটিতে দেশটির যুবকেরাও অংশ নেন। উৎসবে রাত ১০ টার দিকে সেখানকার যাজকেরা ১০০ কাঠি ছুড়ে দেন। যারা এই কাঠি পায় তারা নিজেকে ভাগ্যবান মনে করে। তাদের ধারণা, এই কাঠি পেলে আগামী এক বছর তাদের অনেক ভাল কাটবে। দেশটির ওকায়ামা ট্যুরিজম বোর্ডের এক মুখপাত্র মিকো ইতানো বলেন, আমরা আশা করি তারা (যুবকেরা) এই ঐতিহ্য ভবিষ্যতে ধরে রাখবে। ইনডিপেন্ডেন্ট, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগ্ন

১৮ ফেব্রুয়ারি, ২০২০
২৪ আগস্ট, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ