Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কয়েকটি শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি উন্মোচন

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি উন্মোচিত হয়েছে আমেরিকার বহু শহরে। আর তাতে সাড়াও পড়েছে বেশ। বহু মানুষ ওই মূর্তির কাছে গিয়ে ছবি তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে হাস্যরস। খবরে বলা হয়েছে, ইনডিক্লাইন নামে ভাস্করদের একটি সংগঠন ওই মূর্তি নিউইয়র্কের সিটি পার্কে স্থাপনের কৃতিত্ব দাবি করেছে। মূলত সিটি পার্কে স্থাপনের পর থেকেই একই ধরনের আরেকটি মূর্তি ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ার পার্ক ও আরও চারটি মার্কিন শহরের পাবলিক প্লেসে স্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পের গায়ের রঙ দেয়া হয়েছে হালকা কমলা রঙের। পেটের ভুড়ি বেশ বড়। আঙ্গুলও বেশ ছোট। নিউইয়র্কে, অনুনোমোদিত এ স্থাপনার দিকে অনেক পথচারী বিস্ময় নিয়ে দেখেছেন। অনেকে তাকিয়েছেন। কেউ কেউ হাসাহাসি করেছেন। কেউ আবার দীর্ঘশ্বাস ফেলেছেন। অনেকে গিয়ে ছবি তোলা শুরু করে দেন মূর্তির সঙ্গে। তবে বিকেলের আগেই কর্তৃপক্ষ ওই স্থাপনা সরিয়ে নেয়। এদিকে ইনডিক্লাইন নামে চিত্রকর, ভাস্কর, সঙ্গিতশিল্পী, চলচ্চিত্রকারদের একটি সংগঠন এটি স্থাপনের কৃতিত্ব নিয়েছে। এক ইমেইলে সংগঠনটি জানিয়েছে, একই ধরণের মূর্তি সান ফ্রান্সিস্কো, লস অ্যাঞ্জেলস, সিয়াটল ও ক্লিভল্যান্ডে স্থাপন করা হয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কয়েকটি শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি উন্মোচন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ