বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দোহার উপজেলায় এক গৃহবধ‚র নগ্ন ভিডিও কৌশলে মোবাইলে ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার লটাখোলা বিলেরপাড় থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে বলে জানান দোহার থাানার ওসি মো. সাজ্জাদ হোসেন। গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রামের আব্দুস সালাম (৩৫) ও একই এলাকার মো. মাসুদ রানা (৩২)।
পুলিশ ও ভুক্তভোগি পরিবার স‚ত্রে জানা যায়, গত ২৭ জুন রাতে ওই গৃহবধ‚ তার নিজ ঘরে কাপড় বদলানোর সময় আগে থেকে ওৎ পেতে থাকা স্থানীয় ওই দুই বখাটে সালাম ও মাসুদ রানা ঘরের জানালার ফাঁক দিয়ে কৌশলে ওই গৃহবধ‚র নগ্ন ছবি মোবাইলে ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে বখাটেরা গৃহবধুকে তার নগ্ন ছবি দেখিয়ে এবং তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে প্রথম ধাপে তাদের ২০ হাজার টাকা দেয় গৃহবধু। পরবর্তিতে আবার চাঁদা চেয়ে গৃহবধুকে চাপ দিলে সে স্থানীয়দের সহায়তায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ দেয়। পুলিশ ওই গৃহবধুকে দিয়ে ফাঁদ পেতে রোববার রাতে চাঁদা দিবে বলে ওই দুই বখাটেকে কৌশলে ডেকে আনে। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। সেইসঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি মেমোরি কার্ডসহ জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।