Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশীয় ফুলশিল্প রক্ষায় প্লাস্টিক ফুল আমদানি বন্ধের দাবি ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৫ পিএম

বাংলাদেশের ফুল শিল্প রক্ষায় বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিক ফুল আমদানি বন্ধসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন ফুলখাতের ব্যবসায়ীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান আগারগাঁও পাইকারি ব্যবসায়ী সমবায় লিমিটেডের সভাপতি নূর মোহাম্মদ।

একইসঙ্গে ফুলের কীটনাশক সহজলভ্যতা ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে ব্যবসা সম্প্রসারণ ও বাজারজাতকরণে কাজ করার দাবি জানায় ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেডের সভাপতি বাবুল প্রসাদ, বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির সহ-সভাপতি এম এ মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ বলেন, ‘১৯৮৭ সালে থেকে বাংলাদেশের ফুল শিল্পের যাত্রা শুরু হয়। ৩৩ বছরের যাত্রায় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ফুল চাষি ও ব্যবসায়ীরা শিল্পটিকে টিকিয়ে রেখেছেন। এ শিল্পের সঙ্গে বর্তমানে ৩০ লাখ মানুষ জড়িত রয়েছে। এ খাতে বছরে ১২০০ কোটি টাকার ব্যবসা হয়। তবে বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিক ফুল আমদানি করায় দেশের ফুল ব্যবসার ক্ষতি হচ্ছে। কিছু কুচক্রী মহল চীন, থাইল্যান্ড এবং ভারত থেকে কাঁচা ও প্লাস্টিক ফুল আমদানি করে আমাদের শিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে। তাই আমরা ফুল আমদানি বন্ধের দাবি জানাচ্ছি।’

এ সময় তিনি আরো কয়েকটি দাবি তুলে ধরেন। সেগুলো হচ্ছে- ফুল শিল্পের প্রসারের লক্ষ্যে কীটনাশক ও আনুষঙ্গিক উপকরণ সহজলভ্য করা, বিদেশে আমাদের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের উৎপাদিত কাঁচা ফুল নিয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা এবং ঢাকায় ফুলের পাইকারি বাজার করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ