Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাকফুল নিয়ে সিনেমায় রোশান ও পূজা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। সিনেমাটির নাম নাকফুল। এতে জুটি হয়ে অভিনয় করবেন জিয়াউল রোশান ও পূজা চেরি। সিনেমার গল্প লিখেছেন ফেরারী ফরহাদ। পরিচালনা করবেন অলক হাসান। পূজা চেরী বলেন, নাকফুল নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের আবেগের গয়না। এটি নিয়েই এক আবেগঘন গল্পের সিনেমা নাকফুল। আশা করি, কাজটি খুব ভালো হবে। রোশান বলেন, ‹বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এর আগেও কাজ করেছি। এবারের সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি, এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। পরিচালক আলোক হাসান বলেন, ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা সিনেমাটি নির্মাণ করছি। সিলেটের মনোরম পরিবেশে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। নির্মানে নতুনত্ব রাখতে চাই। পছন্দের শিল্পীদের পেয়েছি, কাজটি অবশ্যই ভালো হবে। সিনেমাটিতে রোশান-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাকফুল নিয়ে সিনেমায় রোশান ও পূজা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ