Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার লিগ শিরোপাও খোয়াতে পারে সিটি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চ্যাম্পিয়ন্স লিগ জয়কে লক্ষ্য বানিয়ে বেশ আগে থেকেই সোচ্চার ম্যাচচেস্টার সিটি। এ জন্য কাড়ি কাড়ি টাকা খরচ করে তারকা ফুটবলার এনেছেন কোচ পেপ গার্দিওলা। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস! অনিয়ন্ত্রিত, আইন বর্হিভ‚ত এ খরচের মাশুল গুণেই চ্যাম্পিয়নস লিগের আগামী দুই মৌসুমে নিষিদ্ধ সিটি। আর্থিক অনিয়মের দায়ে ম্যানচেস্টারের ক্লাবটিকে নিষিদ্ধ করেছে উয়েফা। শুধু কী তাই? সিটি হারাতে পারে ২০১৪ ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাও!

উয়েফার রায়ের বিপক্ষে আপিল করবে সিটি। আপিলে ব্যর্থ হলে তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুরো পাল্টাতে হবে। বেঁচে দিতে হতে পারে রহিম স্টার্লিং, কেভিন ডি ব্রæইনা, আয়মেরিক লাপোর্তের মতো তারকাদের। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, সিটির দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা খোয়ানোর সম্ভাবনাও আছে। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের আলাদা তদন্তে যদি দেখা যায়, ওই মৌসুমেও তারা উয়েফার আর্থিক সংগতি নীতি (এফএফপি) লংঘন করেছে তাহলে শাস্তি পেতে পারে। তখন শিরোপাটা যাবে সে মৌসুমে টেবিলের দ্বিতীয় দল লিভারপুলের কাছে।

সে মৌসুমে আর্থিক অনিয়মের অভিযোগ সিটি বরাবরই অস্বীকার করে এসেছে। এদিকে কোচ গার্দিওলাও সিটির পাশে দাঁড়িয়েছেন। এ মুহ‚র্তে তার ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনা নাকি নেই। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম। আবার সেই সংবাদমাধ্যমেই খবর ভাসছে, চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ না থাকায় শিগগিরই সিটি ছাড়তে পারেন গার্দিওলা।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের তদন্তে এখনো কিছু বেরিয়ে আসেনি। তবে গুঞ্জন উঠেছে, সিটির চলতি মৌসুমের পয়েন্ট কাটা হতে পারে। তাতে অবশ্য লিগ শিরোপার গতিপথের কোনো হেরফের হবে না। অলৌকিক কিছু না ঘটলে ওটা লিভারপুলের ঘরেই যাচ্ছে। তবে লিগে তদন্তে সিটি অভিযুক্ত হলে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট একটি সময়ে থেকে পয়েন্ট কাটার সুযোগ রয়েছে কর্তৃপক্ষের। এ সময়টা হতে পারে ২০১২ থেকে ২০১৬। উয়েফার তদন্তে এ সময়েই সিটির আর্থিক অনিয়মের হেরফের ধরা পড়েছে। ২০১২ সালের প্রিমিয়ার লিগ শিরোপাও জিতেছে সিটি।

উয়েফার নিয়মের তুলনায় প্রিমিয়ার লিগের নিয়ম একটু শিথিল। আর্থিক বিষয়াদি নিয়ে ক্লাবের দাখিল করা কাগজ-পত্রের ওপরই তারা নির্ভর করে থাকে। সিটির দাবি, দাখিলকৃত সব নথি-পত্রের হিসেব সঠিক। এদিকে উয়েফা বলছে, স্পনসরশিপ থেকে অর্জিত রাজস্বের হিসেবে গড়মিল আছে। সে যাই হোক, সিটির সামনে যে এখন সম‚হ বিপদ তা নিয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ শুধু একটা বিষয়েই-আর্থিক অনিয়ম নিয়ে সিটি যে দাবি করছে তা সঠিক তো?

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ