বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর কাপ্তানবাজার, সূত্রাপুর ও ওয়ারীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় বিভিন্ন অপরারধ চারটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। গতকাল রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানগুলোতে সার্বিক সহযোগিতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা।
অভিযানের শুরুতে রাজধানীর কাপ্তানবাজারের আলমগীর গোস্ত বিতানে গিয়ে দেখতে পান, ফ্রিজে রাখা বেশ কয়েক দিনের বাসি গোশত কেমিক্যালের রং মিশিয়ে টাটকা বলে বিক্রি করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে পরিচালিত বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমের অভিযানে হাতেনাত এমন অপরাধের প্রমাণ পান। এই অপরাধে আলমগীর গোস্ত বিতানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আব্দুল জব্বার মন্ডল জানান, কাপ্তানবাজারের গোশত বিক্রেতা আলমগীর দীর্ঘদিন ধরেই খাসির বাসি গোশতে রক্ত আর কেমিক্যাল রং মিশিয়ে টাটকা বলে বিক্রি করছে। এ ধরনের অভিযোগ বেশ কয়েকজন মৌখিক ও লিখিতভাবে আমাদের জানিয়েছেন। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার অভিযান চালানো হয়। এসময় বাসি গোশতে রং ও রক্ত মিশিয়ে বিক্রির প্রমাণ হাতেনাতে পেয়েছি আমরা। ভোক্তার সাথে প্রতারণা করে গোশত বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইনানুযায়ী কঠোর শাস্তির বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। এদিকে সূত্রাপুর ও ওয়ারী এলাকায় আরও তিনটি অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এর মধ্যে পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় তাজমহল বাণিজ্যালয়েকে তিন হাজার, ভেজাল ও বাসি খাবার বিক্রির দায়ে প্রিন্স রেঁস্তোরাকে পাঁচ হাজার এবং গোশতের দাম বেশি রাখায় কোহিনুরের গোশতের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।