Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখের রঙ নিয়ে ইভা রহমান

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলা নববর্ষে ‘বৈশাখের রঙ’ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন কণ্ঠশিল্পী ইভা রহমান। পহেলা বৈশাখে এটিএন বাংলায় প্রচার হবে তার গাওয়া নতুন একটি গানসহ মোট ৬টি গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখের রঙ’। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন শ্রাবন্য তওহিদা। এবারের বৈশাখে তার নতুন গানটি হলো ‘বৈশাখ এসেছে’। এ গানটি ছাড়াও অনুষ্ঠানে ‘এলোরে বৈশাখ’ শিরোনামে বৈশাখ নিয়ে আরও একটি গান প্রচার হবে। দুটি গানেরই সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ ঘোষ। অনুষ্ঠানের অন্যান্য গানগুলো হলো মন আঁধার অ্যালবামের ‘সারি সারি অপেক্ষা’, সুর ও সঙ্গীত বাপ্পা মজুমদার, মন আমার অ্যালবামের ‘মন হারিয়ে ফেলেছি’- সুর ও সঙ্গীত মান্নান মোহাম্মদ, মনের শহর অ্যালবামের ‘উৎসবের দিন’ এবং মনে আল্পনা এঁকেছি অ্যালবামের ‘মেঘলা নিমন্ত্রণ’। এ দুটি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইবরার টিপু। অনুষ্ঠানের গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিও এবং প্রাকৃতিক বিভিন্ন মনোরম লোকেশনে। অনুষ্ঠানটি প্রচার হবে পহেলা বৈশাখ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এটিএন বাংলার পর্দায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখের রঙ নিয়ে ইভা রহমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ