Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিষভোজী গরুর দুধ ভারতে নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আমিষ-নিরামিষ দুধের এই বিবাদেই ডোনাল্ড ট্রাম্পের দেশের গরুর দুধ ভারতে ঢোকার ছাড়পত্র পাচ্ছে না। ফলে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় দুই দেশের বাণিজ্য চুক্তির সামনেও প্রশ্নচিহ্ন ঝুলছে। খবর আনন্দবাজারের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) পরিবারের নেতারা জানিয়ে দিয়েছেন, যজ্ঞে গরুর দুধ আহুতি দিতে হয়। পুজোতেও গরুর দুধ কাজে লাগে। হিন্দুদের কাছে গরুর দুধ নিরামিষ। কিন্তু যুক্তরাষ্ট্রে গরুকে আমিষ খাওয়ানো হয়। অন্য প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ, রক্ত গোশত খাইয়ে গরুকে হৃষ্টপুষ্ট করে তোলা হয়। কিন্তু সঙ্ঘ পরিবারের যুক্তি, গরু আমিষ খেলে তার দুধও আমিষ হয়ে যায়। আমিষ দুধ পুজো বা যজ্ঞে কাজে লাগবে না। নিরামিষভোজী হিন্দুরাও আমিষ গরুর দুধ মুখে তুলতে পারবেন না। সঙ্ঘ পরিবারের এই ‘বাণী’ অক্ষরে অক্ষরে পালন করে মোদি সরকার যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে, ভারতে আমিষভোজী গরুর দুধ বা অন্যান্য ডেইরি পণ্য পাঠানো চলবে না। যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই চাইছে, তাদের দুধ ও ডেইরি পণ্যের জন্য ভারত তার বাজার খুলে দিক। কিন্তু মোদি সরকার আমিষভোজী গরু নিয়ে আপত্তি তোলায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি হবে কি না, তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। এনডিটিভি, টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ