Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ মূল্যস্ফীতি ভারতের বাজারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভারতের পাইকারি মূল্যভিত্তিক মূল্যস্ফীতি (ডব্লিউপিআই) গত বছরের ডিসেম্বরে চেয়ে চলতি বছরের প্রথম মাসে আরও বেড়েছে। গত ডিসেম্বরে দেশটির পাইকারি বাজারে মূল্যস্ফীতি ২ দশমিক ৫৯ শতাংশ থাকলেও এ বছরের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশে। গত আট মাসে পাইকারি বাজারে ম‚ল্যস্ফীতির হিসাবে জানুয়ারিতে তা ছিল সর্বোচ্চ। শেষ গত বছরের এপ্রিলে দেশটির পাইকারি বাজারে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ১ শতাংশ। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে এই হার ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ। যা উদ্বেগ বাড়েয়েছে দেশটির অর্থনীতিতে। গত শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য-উপাত্ত দেয়া হয়। তাতে বলা হচ্ছে, পাইকারি খাদ্যসূচক (হোলসেল ফুড ইনফ্লাশন) গত ডিসেম্বরে ছিল ১১ দশমিক শূন্য ৫ শতাংশ। জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ১২ শতাংশে। খাদ্যপণ্যের উচ্চ মূল্য—বিশেষ করে পেঁয়াজ ও আলুর মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বৃদ্ধির কারণে চলতি বছরের জানুয়ারিতে ভারতের পাইকারি মূল্যভিত্তিক মূল্যস্ফীতি এত বেড়েছে। এর মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে ২৯৩ শতাংশ ও আলুর ৮৭ দশমিক ৮৪ শতাংশ। এছাড়াও দাম বেড়েছে সয়াবিন ও তিসিসহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে। এদিকে চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত পরিসংখ্যানে জানুয়ারিতে ভারতের খুচরা মূল্যস্ফীতি সূচক বেড়ে ৭ দশমিক ৫৯ শতাংশে দাঁড়ায়, যা ২০১৪ সালের মে মাসের ৮ দশমিক ৩৩ শতাংশের পর সর্বোচ্চ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ