Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

খোলা ময়দানে লক্ষাধিক লোকের উপস্থিতিতে শপথ নিলেন কেজরিওয়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৯ পিএম

 

 

ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানে এক লাখেরও বেশি মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৬ ফেব্রæয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

রোববারের অনুষ্ঠানে কেজরিওয়ালের সঙ্গে শপথ নিয়েছেন আরও ছয় মন্ত্রী- মনিষ সিসোদিয়া, সত্যেন্দর জেইন, গোপাল রাই, কৈলাস গেহলত, ইমরান হুসেইন ও রাজেন্দ্র গৌতম।
গত ১১ ফেব্রæয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে বিজয়ী হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। এবারে তৃতীয় মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল।
রোববার সকালে এক টুইটে কেজরিওয়াল দিল্লিবাসীর আশীর্বাদ চেয়ে বলেন, তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছি আমি। আপনাদের ছেলেকে আশীর্বাদ করতে রামলীলা ময়দানে চলে আসুন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও আসেননি তিনি। এছাড়া, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এতে আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে স্কুল শিক্ষক, চিকিৎসক, অটোচালক, কেয়ারটেকার, পরিচ্ছন্নতাকর্মীসহ লক্ষাধিক জনতা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ