মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান ও সউদী সেনাদের অংশগ্রহণে ‘সামসাম-৭’ নামে যৌথ সামরিক মহড়া সউদী আরবে শুরু হয়েছে। দুই সপ্তাহ ধরে এই মহড়া চলবে। হাফর আল-বাতিনে বৃহস্পতিবার শুরু হওয়া বড় আকারের এই মহড়ায় রয়্যাল সউদী ল্যান্ড ফোর্স ও পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্স অংশ নিচ্ছে। এতে কমব্যাট টহল, ভ‚মি মাইন নিষ্ক্রীয়করণ ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। সউদী বাহিনীর নর্দান কমান্ডার মেজর জেনারেল সালেহ আল-ঝারানিসহ শীর্ষ সেনা অফিসাররা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রেনিং কমান্ডার মে. জেনারেল মানসুর আল-কারানি বলেন: সেনা সদস্যদের মধ্যে দক্ষতার মাত্রা উন্নয়ন ও বাড়ানোর প্রস্তুতির অংশ এই মহড়া। সেনাবাহিনীর প্রশিক্ষণ ও মিলিটারি ডকট্রিন বিভাগের প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মুনাওয়ার বিন মোহাম্মদ আল হারাবি এই মহড়ার মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের প্রতি গুরুত্ব দেন। এই মহড়া স্থলবাহিনীর দক্ষতা বাড়বে বলেও আশা করেন তিনি। আল-ঝারানি পতাকা নেড়ে মহড়া শুরুর ইংগিত দেন। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।