Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মু-কাশ্মীর নেতা শাহ ফয়সালকেও গ্রেফতার করল ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৪:১৩ পিএম

জম্মু ও কাশ্মীরের আরও এক নেতাকে এবার বন্দি করা হল। আইএএস টপার শাহ ফয়সালকে জন নিরাপত্তা আইনে বন্দি করার ঘোষণা করা হল। এর ফলে উপত্যকার ওই রাজনৈতিক নেতাকে কমপক্ষে ৩ মাস এবং প্রয়োজনে আরও দীর্ঘ সময় বিনা বিচারে বন্দি করে রাখা যাবে।

গত ১৪ই অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা রদের পর থেকেই আটক করে রাখা হয়েছিল ফয়সালকে। শাহ ফয়সালের আগে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে ওই একই আইনের অধীনে বন্দি করে রাখা হয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীরের যে নেতাদের জন নিরাপত্তা আইনের আওতায় বন্দি করা হয় তারা হলেন, ফারুক আবদুল্লা, আলি মহম্মদ সাগর, নঈম আক্তার, সারতাজ মাদানি এবং হিলাল লোন।

গত বছরই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শাহ ফয়সাল। ২০১৯ সালের ৫ই অগাস্ট ঘোষণা করা হয় জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হবে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার এক সপ্তাহ পরে ১৪ই অগাস্ট শাহ ফয়সাল যখন বিদেশ যাচ্ছিলেন তখনই তাকে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়। সেই সময় তাকে শ্রীনগরে ফেরত পাঠানো হয়েছিল, এবং তখন থেকেই তাকে আটক করে রাখা হয়।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের অন্যতম সমালোচক এই শাহ ফয়সাল। পেশায় তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক। গত বছর তিনি রাজনীতিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এর আগে ওই একই আইনে জম্মু ও কাশ্মীরের আরো কয়েকজন নেতাকে বন্দি করা হয়। তারা হলেন- ফারুক আবদুল্লাহ, আলি মহম্মদ সাগর, নঈম আক্তার, সারতাজ মাদানি এবং হিলাল লোন।

শাহ ফয়জল ২০০৯ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় জম্মু ও কাশ্মীর থেকে প্রথম ব্যক্তি হিসাবে তালিকার শীর্ষস্থান দখল করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ