মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দু’দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিনই মাত্র তিন ঘন্টার জন্যে আহমদাবাদ যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। তাঁকে স্বাগত জানানোর জন্যে যেভাবে সেজে উঠছে অহমদাবাদ, তাতে একবারের জন্যেও মনে হবে না রাজ্য সরকারের রাজস্বে কোনও ঘাটতি রয়েছে।
এই ভিভিআইপি অতিথিদের স্বাগত জানাতে ঢেলে সাজছে গুজরাট। কার্যত নতুন করে তৈরি হচ্ছে রাস্তা। পড়ছে রঙের নতুন প্রলেপ। সাজিয়ে তোলা হচ্ছে রাস্তার দু’পাশ। পাশাপাশি ট্রাম্প ও মোদির মনোরঞ্জনের জন্যও বিশাল আয়োজন করা হচ্ছে। আর এই সবের জন্য খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা!
২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে স্বাগত জানানোর জন্যে সেজে উঠছে আহমেদাবাদ। আর এই শহরকে সাজাতে দিলখোলা হয়ে খরচ করছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ট্রাম্পকে স্বাগত জানাতে বাজেট বাধা হয়ে না দাঁড়ায়। রাস্তা সারানো থেকে শুরু করে শহরকে আরও সুন্দর করে তোলার দায়িত্ব ভাগ করে নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আরবান ডেভলপমেন্ট অথরিটি। সূত্রের খবর, শহরকে সাজানোর জন্য প্রত্যেক বিভাগকে হাত খুলে খরচ করার নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গেছে, ট্রাম্প যে পথ দিয়ে বিমানবন্দর থেকে সবরমতী আশ্রমে আসবেন সেই রাস্তা কার্যত পুনর্র্নিমাণ করা হচ্ছে। এই খাতে প্রায় ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, স্টেডিয়াম যাওয়ার রাস্তা সাজিয়ে তুলতে কর্পোরেশনের তরফে দেওয়া হচ্ছে ৬ কোটি টাকা। অন্যদিকে রাস্তা সারাইয়ের জন্যে ২০ কোটি টাকা দেবে আহমেদাবাদ আরবান ডেভলপমেন্ট অথরিটি। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা খাতে প্রায় ১২-১৫ কোটি টাকা খরচ করা হচ্ছে।
এদিকে মোতেরা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে আসছেন প্রায় ১ লাখ অতিথি। তাঁদের মনোরঞ্জন ও পরিবহনের জন্য ৭-১০ কোটি টাকা ধার্য করা হয়েছে। শহরকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। রাস্তার ডিভাইডারে বসানো হচ্ছে পাম গাছ। এমনকী যে রাস্তায় মোদি-ট্রাম্পের রোড-শো হবে, গোটা রাস্তা ফুল দিয়ে সাজানো হচ্ছে। এই রোড শো চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরর আয়োজন করা হয়েছে। তার জন্য খরচ হচ্ছে প্রায় ৪ কোটি টাকা। সরকারের খরচের বহর দেখে চোখ কপালে উঠেছে আমজনতার। তাঁদের প্রশ্ন, বিদেশি অতিথিকে স্বাগত জানাতে খামোখা কেন এত টাকা খরচ করছে সরকার?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।