Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে বোমা

বর্ষণ বেড়েই চলেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

আফগানিস্তানে ২০১৯ সালে মার্কিন বিমান বাহিনী প্রায় রেকর্ড সংখ্যক বোমা নিক্ষেপের পর গত জানুয়ারি মাসেও সেই ধারা অব্যাহত রেখেছে। এয়ারফোর্স সেন্ট্রাল কমান্ড (এফসেন্ট) প্রকাশিত সর্বশেষ হিসাবে এই তথ্য পাওয়া যায়। কম্বাইন্ড ফোর্সেস এয়ার কম্পোনেন্ট কমান্ডার (সিএফএসিসি) জানান, ২০২০ সালের জানুয়ারি মাসে ৪১৫টি অভিযান পরিচালিত হয় এবং এসব মিশনে বোমা বর্ষণ করা হয়েছে। ২০১৯ সালের একই মাসে রেকর্ড সংখ্যক ৪৬৩ দফা বোমা বর্ষণের সঙ্গে একে তুলনা করা যায়। ২০১৯ ও ২০২০ সালের জানুয়ারি মাসে মোট হামলা চালানো হয় ৮৭৮ দফা, যা আগের চার বছরে একই মাসে ৬৯১ দফা হামলার চেয়েও অনেক বেশি। গত জানুয়ারিতে প্রকাশিত এক রিপোর্টে দেখা যায় যে ২০১৯ সালে যত বোমা হামলা হয়েছে তা বিগত এক দশকের কোন বছরে হয়নি। ২০১৯ সালে ৭,৪২৩টি মিশনে বোমা বর্ষণ করা হয়। এফসেন্ট জানায় যে এই হামলার পরিসংখ্যানে সকল মানবচালিত ও মনুষ্যবিহীন এয়ারক্রাফটের (ড্রোন) হিসাব দেখানো হয়েছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ