Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

বাংলাদেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে খুব বেশি পরিমাণে উন্নয়ন বৈষম্য বিদ্যমান। দুই-তিনটি শহরের তুলনায় অন্য শহরগুলো সবদিক থেকে অনেক পিছিয়ে। দেশের শিক্ষা, বাণিজ্য, চিকিৎসাসহ যাবতীয় কর্মকান্ডের সিংহভাগই ঢাকাকেন্দ্রিক। এতে ঢাকায় মানুষের সংখ্যা বাড়ছে এবং শহরটি বসবাসের অনুপযোগী হচ্ছে। এদিকে অন্য শহরগুলো উন্নয়নবঞ্চিত হচ্ছে। শহরগুলোয় তুলনামূলকভাবে বাড়ছে না শিক্ষা ও ব্যবসায় প্রতিষ্ঠান। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও পিছিয়ে থাকছে ঢাকার বাইরের শহরগুলো। বিভাগীয় শহরগুলোকে কেন্দ্র করে দেশকে আটটি রাজ্যে বিকেন্দ্রীকরণ করা গেলে উন্নয়ন হবে বিভাগ বা রাজ্যভিত্তিক। এতে রাজধানী ঢাকা মুক্তি পেত নানা সমস্যা থেকে। বিকেন্দ্রীকরণ করা হলে দেশে বেকারত্বের হার কমিয়ে আনার পাশাপাশি অপরাধপ্রবণতাও কমে আসবে। বিকেন্দ্রীকরণ ছাড়া উন্নয়ন বৈষম্য কমানো কিংবা সুষম উন্নয়ন নিশ্চিত করা অসম্ভব। রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য করতে এবং অন্য অঞ্চলগুলোয় সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিকেন্দ্রীকরণ শাসনব্যবস্থা অতি জরুরি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন, দেশের সুষম উন্নয়নের জন্য শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হোক

শাবলু শাহাবউদ্দিন
রাজাপুর,পাবনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশাসন

১৫ ফেব্রুয়ারি, ২০২০
২৮ ডিসেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন