Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচন

শঙ্কায় প্রার্থী ও ভোটাররা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রেবা রহমান, যশোর থেকে : আজ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদেরও নির্বাচন। ইতোমধ্যে ৩টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। যদিও বিএনপি প্রেস কনফারেন্স বলেছে ওই ৩টি ইউনিয়নে প্রতিদ্ব›িদ্বতা করার মতো পরিবেশ ছিল না বলে তাদেও প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোট ১৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ২৩০। নির্বাচন সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। প্রার্থী ও ভোটাররা নানামুখী শঙ্কার মধ্যে রয়েছেন। যশোর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সহিংসতায় ১ জন নিহত ও বোমাবাজি হয়েছে। এ সংক্রান্ত মোট ৮টি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে গোলযোগের আশঙ্কা করছেন তারা। বিশেষ করে যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি সেই সব কেন্দ্র তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা। যশোর সদর উপজেলায় ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে আরবপুর, দেয়াড়া ও নরেন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না। এ তিন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ২০ জন ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৩৪ জন ও ইউপি সদস্য পদে ৫শ’ ৭৬ জন প্রার্থী। মোট ১৫টি ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী যারা ভোট যুদ্ধে রয়েছেন তারা হলেন- নওয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাছরিন সুলতানা খুশি নৌকা এবং বিএনপির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এনামুল হোসেন তালপাখা, রামনগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজনীন নাহার নৌকা এবং বিএনপির মাছুদুর রহমান শামিম ধানের শীষ, চুড়ামনকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মুন্না নৌকা এবং বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ধানের শীষ, হৈবতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম নৌকা এবং বিএনপির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি ধানের শীষ, উপশহর ইউনিয়নে আওয়ামী লীগের এহসানুর রহমান লিটু নৌকা এবং বিএনপির রেজাউল ইসলাম কামাল ধানের শীষ, বসুন্দিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রিয়াজুল ইসলাম খান রাসেল নৌকা এবং বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুজ্জামান খাঁন ধানের শীষ ও স্বতন্ত্রপ্রার্থী আবু বক্কার খান আনারস, চাঁচড়া ইউনয়নে আওয়ামী লীগের মনোনীত আনোয়ার হোসেন আনু নৌকা, বিএনপির গোলাম মোস্তফা ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাদের তালপাখা ও স্বতন্ত্রপ্রার্থী আব্দুল আজিজ বিশ্বাস আনারস, ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগের সোহরাব হোসেন নৌকা, বিএনপির রবিউল ইসলাম ধানের শীষ, জাতীয় পার্টির আবু হারিজ লাঙ্গল ও স্বতন্ত্রপ্রার্থী আলমগীর হোসেন মোটরসাইকেল, ইছালী ইউনিয়নে আওয়ামী লীগের এসএম আফজাল হোসেন নৌকা, বিএনপির মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব বিশ্বাস ধানের শীষ এবং স্বতন্ত্রপ্রার্থী মাজহারুল ইসলাম টেবিল ল্যাম্প, কাশিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মশিয়ার রহমান সাগর নৌকা, বিএনপির আইয়ুব হোসেন ধানের শীষ এবং জাতীয় পার্টির আমীর হোসেন লাঙ্গল, কচুয়া ইউনিয়নে আওয়ামী লীগের লুৎফর রহমান ধাপক নৌকা, বিএনপির অধ্যাপক আব্দার হোসেন খাঁন ধানের শীষ এবং ২ জন স্বতন্ত্রপ্রার্থী জাকির হোসেন আনারস ও মালেক খান চশমা, লেবুতলা ইউনিয়নে আওয়ামী লীগের আলিমুজ্জামান মিলন নৌকা, বিএনপির মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি ধানের শীষ ও স্বতন্ত্রপ্রার্থী রাজু আহম্মেদ আনারস মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শঙ্কায় প্রার্থী ও ভোটাররা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ