Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবসমাজকে গ্রাস করছে পশ্চিমা নোংরা সংস্কৃতি

মহাসম্মেলনে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, তথাকথিত ভালবাসা দিবসের নামে নোংরা সংস্কৃতি আমাদের যুবক-যুবতিদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই পশ্চিমা এই নোংরা সংষ্কৃতি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে মুসলমানদের ঈমান ও আমলের হেফাজত করা সরকারের দায়িত্ব। তিনি সচেতন অভিভাবকদেরকে নিজ নিজ সন্তানদের এসব নোংরা ও অশ্লীল কাজ থেকে বিরত রাখার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধোপখোলাস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী ২৪তম বিশাল ইসলামী মহাসম্মেলন ও হালকায়ে জিকিরের উদ্বোধনী আলোচনায় পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় শাখা এ সম্মেলনের আয়োজন করে। বক্তব্য রাখেন নায়েবে আমীরুল মুজাহিদীন প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, বেফাকের মহাসচিব মুফতী আব্দুল কুদ্দুস, মাদানিনগর মাদরাসার প্রধান মুফতী ওমর ফারুক সন্ধিপী ও মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক কুয়াকাটা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংস্কৃতি

২৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ