নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্যারিয়ারে বারবার অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ভুগতে থাকা মোহাম্মদ হাফিজ আবারও মুক্তি পেয়েছেন। নতুন পরীক্ষায় তার বোলিংয়ে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।
গত অগাস্টে পাকিস্তানের এই অলরাউন্ডারের বোলিংয়ে নতুন করে ত্রুটি ধরা পড়ে। ভাইটালিটি বস্টে খেলার সময় হাফিজের বোলিং নিয়ে অভিযোগ ওঠে। পরে দেখা যায়, নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকছে তার কনুই। সেই থেকে নিষিদ্ধ ছিলেন তিনি।
লাফব্রো বিশ্ববিদ্যালয় ও লাহোরে আইসিসির টেস্টিং সেন্টারের ম‚ল্যায়ন পরীক্ষায় পাস করেছেন হাফিজ। ফলে ৩৯ বছর বয়সী এই স্পিনারের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে।
পাকিস্তানের এই সাবেক অধিনায়ক দেশের হয়ে এ পর্যন্ত ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।