Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই দিজোঁকে উড়িয়ে সেমিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দুর্বল প্রতিপক্ষ দিজোঁকে গোল বন্যায় ভাসিয়েছে পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুর্দান্ত জয়ে টমাস টুখেলের শিষ্যরা উঠে গেছে ফরাসি কাপের সেমি-ফাইনালে। গতপরশু রাতে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে প্যারিসিয়ানরা। প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করেন পাবলো সারাবিয়া। দিজোঁর জালের ঠিকানা খুঁজে নেন দলটির আরও দুই ফুটবলার। দুটি গোল হয় আত্মঘাতী। এই জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত রইল পিএসজি। শেষবার তারা হেরেছিল দিজোঁর কাছেই। গেল নভেম্বরে লিগ ওয়ানের ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল দিজোঁ।

কোয়ার্টার ফাইনালের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দেন দিজোঁর ডিফেন্ডার ওয়েসলি লাউতোয়া। সমতায় ফিরতে স্বাগতিকদের অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ত্রয়োদশ মিনিটে লক্ষ্যভেদ করেন মুনির কোইয়ার। বিরতির ঠিক আগে ফের এগিয়ে যায় ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে গোল করে স্কোরলাইন ২-১ করেন। এর পরের গল্পের পুরোটাই পিএসজির দাপটের। দ্বিতীয়ার্ধে দিজোঁকে পাত্তাই দেয়নি তারা। ম্যাচের ৫০তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। পাঁচ মিনিট পর এমবাপের অ্যাসিস্টে স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া গোল করলে পিএসজির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

ম্যাচের শেষদিকে আরও গোল হজম করে দিজোঁ। তাতে ঘরের মাঠে বিশাল হারের তেতো স্বাদ নিতে হয় তাদের। ৮৬তম মিনিটে দলটির ডিফেন্ডার সেনৌ কোলিবালিও আত্মঘাতী গোল করেন। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন সারাবিয়া।
এদিকে ইতালিয়ান কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মাঠে জয় পেয়েছে নাপোলি। সান সিরোয় ১-০ গোলে জেতে তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইস।

চলতি মৌসুমে সব ঘরোয়া প্রতিযোগিতা মিলে ইন্টারের এটি দ্বিতীয় হার। অ্যাশলে ইয়ং, ক্রিস্তিয়ান এরিকসেন ও আলেক্সিস সানচেসদের বাইরে রেখে এ দিন একাদশ সাজান কোচ আন্তোনিও কন্তে।

গত রোববার নগর প্রতিদ্ব›দ্বী এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ে জয় তুলে নেওয়া উজ্জ্বীবিত ইন্টারকে এই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। শুরু থেকেই মাঝ মাঠের নিয়ন্ত্রণ ছিল নাপোলির হাতে। ৫৭তম মিনিটে বাঁ পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন রুইস।
৫ মার্চ নাপোলির মাঠে হবে ফিরতি লেগ। গতরাতেই প্রতিযোগিতার আরেক সেমি-ফাইনালের প্রথম লেগে এসি মিলানের মাঠে খেলেছে ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনাল

১০ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ